জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপ করা মিনারা আক্তারের নামে আদালতে মামলা দায়ের করেছে।সোমবার ঘটনার পরেই আদালত অবমাননা ও হট্রোগোল করার অভিযোগ তুলে কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে সিআর (নালিশি) মামলা দায়ের করেন।
এ মামলার পর সন্ধায় মেজবা ওয়ানুল করিম বসুনিয়া নামে একজন অ্যাডভোকেট ৫ হাজার টাকার বন্ডের (চুক্তি) মাধ্যমে নিজ জিম্মায় মিনারা আক্তারের জামিন আবেদন করে। পরে জামিন মঞ্জুর করে তাকে জামিনে মুক্তি দেন আদালত।জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মো. জামাল হোসেন।
এর আগে সোমবার সকালে পঞ্চগড় আদালতে হত্যা মামলার ১৬ জন আসামীকে জামিন দেয়ায়, মামলার বাদী সংক্ষুব্ধ হয়ে আদালত চলাকালীন সময়ে বিচারককে জুতা নিক্ষেপ করে।এতে আদালতে হট্টগোল হওয়ায় পুলিশ তাকে হেফাজতে নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।