নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার ১৮ বছর পূর্তি আজ (১ নভেম্বর)। তবে দীর্ঘ দেড় যুগ পেরিয়ে গেলেও এখনও প্রতিষ্ঠিত হয়নি বিচার বিভাগের পৃথক সচিবালয়।
তবে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য প্রণীত খসড়া অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এখন সচিবালয়ের আর্থিক স্বাধীনতা কার হাতে থাকবে, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মতামত নেওয়া হচ্ছে।
এরপর বিষয়টি পুনরায় উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদনের পর রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করবেন এবং আইন মন্ত্রণালয় তা গেজেট আকারে প্রকাশ করবে। গেজেট প্রকাশের পরই জানা যাবে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের আর্থিক স্বাধীনতা কোন কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর ‘মাসদার হোসেন মামলা’র রায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার নির্দেশ দেন হাইকোর্ট। ওই রায় কার্যকর হয় ২০০৭ সালের ১ নভেম্বর, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তবে প্রায় দুই দশক পেরিয়ে গেলেও বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা পায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



