জিহ্বাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। মানুষের জন্য কথাটা আরও বেশি প্রযোজ্য। স্বাদ গ্রহণের জন্য জিহ্বার বিকল্প নেই। খাবার গিলতেও দরকার। তা ছাড়া এ অঙ্গ ছাড়া কথা বলাও সম্ভব নয়। মানুষ ছাড়া প্রাণিজগতের অন্যান্য প্রাণী কথা না বললেও স্বাদ গ্রহণ ও খাবার গেলার কাজে জিহ্বা ব্যবহার করে। কিছু প্রাণী জিহ্বার সাহায্যে আরও অনেক কাজ করে! কোনো কোনো প্রাণীর জিহ্বা এত বিচিত্র যে প্রাণীটা কী, তা না দেখে শুধু জিহ্বার সাহায্যেই চেনা যায়। চলুন, এমন ৫ প্রাণীর কথা জানা যাক।
সাইমোথোয়া এক্সিগুয়া
এ মাছের জিহ্বাটা আসল নয়। জিহ্বার জায়গায় থাকে একটা পরজীবী। ব্যাপারটা বেশ অদ্ভুত। একধরনের পরজীবী আছে, যা এ মাছের ফুলকা দিয়ে প্রবেশ করে। তারপর পরজীবীটি তার সাত জোড়া পা দিয়ে মাছের জিহ্বা আটকে ফেলে। ধীরে ধীরে শুকিয়ে ঝরে যায় জিহ্বা। আর জিহ্বার জায়গা দখল করে পরিজিবীটি।
পেঙ্গুইন
পেঙ্গুইনের জিহ্বা বেশ অদ্ভুত। অনেকটা ব্রাশের মতো দেখতে। জিহ্বার ওপরের স্তর অনেকটা টুথব্রাশের ব্রেসেলের (ব্রাশের যে অংশটা দিয়ে দাঁত মাজা হয়) মতো। পেঙ্গুইনের জিহ্বায় টেস্ট বাড নেই, কিন্তু প্রচুর ব্রেসেল রয়েছে। এই ব্রেসেলগুলো তন্তুযুক্ত প্রোটিন, যা দিয়ে মানুষের চুল ও নখ তৈরি। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের মতে, এই ব্রেসেল পেঙ্গুইনকে মাছ ধরতে সাহায্য করে।
জলহস্তী
ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, জলহস্তীর ইতিহাস নিয়ে অনেক রহস্য আছে। এদের দৈত্যাকার জিহ্বাও এর ব্যতিক্রম নয়। ২০১০ সালে জলহস্তী নিয়ে গবেষকেরা কিছু পরীক্ষানিরীক্ষা করেছেন। সে সময় একটা বৃদ্ধ ও একটা বাচ্চা জলহস্তীর জিহ্বার দৈর্ঘ্য পরিমাপ করা হয়। সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় দ্য অ্যানাটমিক্যাল জার্নালে। সেখানে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী বৃদ্ধ স্ত্রী জলহস্তীর জিহ্বার দৈর্ঘ্য ছিল ৬০ সেন্টিমিটার। আর ৪ বছর বয়সী পুরুষ জলহস্তীর জিহ্বার দৈর্ঘ্য ছিল ৪৫ সেন্টিমিটার।
সূর্য ভালুক
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, সান বিয়ার বা সূর্য ভালুকের জিহ্বা ২৫ সেন্টিমিটার লম্বা। এদের জিহ্বার রং গোলাপি। এই জিহ্বার সাহায্যে কৌশলে মৌচাক থেকে মধু চুরি করতে পারে এরা। এ কারণে এদের মধু ভালুক বা হানি বিয়ার নামেও ডাকা হয়। প্রাণীটির বৈজ্ঞানিক নাম হেলারক্টোস মালায়ানাস (Helarctos malayanus)।
জিরাফ
আপনার চোখ বা মুখের কোথাও চুলকালে কী করেন? হাত দিয়ে চুলকে নেন। কিন্তু জিরাফ নিজের জিহ্বা দিয়ে চুলকায়—বলা ভালো, চেটে নেয়! এদের জিহ্বা প্রায় ৫৩ সেন্টিমিটার লম্বা। উচ্চতার হিসেবে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত এ প্রাণীর জিহ্বার রং গাঢ় বেগুনি। আসলে বেগুনি, নীল ও কালো রং মেশালে যে রং তৈরি হবে, জিরাফের জিহ্বার রং সেরকম। প্রাণীটির জিহ্বা এত লম্বা যে এই অঙ্গের সাহায্য ওরা কানও পরিষ্কার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।