স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই স্ত্রী নিনা ভাইজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের। তিন বছরের বিবাহিত জীবন বিচ্ছেদের মাত্র মাস চারেকের মাথায় আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন নয়্যার। তার নতুন এই সঙ্গীর নাম আনিকা বিসেল।
তবে সাবেক স্ত্রীকে যে একদম মন থেকে সরাতে পারেননি, তারই যেন জ্বলজ্যান্ত প্রমাণ নয়্যারের নতুন বান্ধবী। নয়্যারের চেয়ে দেড় দশক ছোট আনিকা বিসেল যে দেখতে প্রায় নিনা ভাইজের মতোই!
জানা গেছে, ১৯ বছর বয়সী এই জার্মান সুন্দরীর সঙ্গে মন দেওয়া-নেওয়া করছেন নয়্যার। শুধু তাই-ই নয়, এর মধ্যেই নতুন বান্ধবীকে মা মারিতার সঙ্গে পরিচয় করে দিয়েছেন বায়ার্ন মিউনিখের বর্তমান এই অধিনায়ক। আনিকাও নিজের বাসায় থাকা বাদ দিয়ে যতক্ষণ সম্ভব নয়্যারের বিলাসবহুল বাড়িতে প্রিয়তমের সঙ্গে সময় কাটাচ্ছেন।
নয়্যারের মতো আনিকাও ক্রীড়াবিদ। কিউতিস নামের স্থানীয় এক হ্যান্ডবল দলের হয়ে খেলেন আনিকা। মিউনিখের এক বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং নিয়েও পড়াশোনা করছেন এই উঠতি হ্যান্ডবল তারকা।
তবে সব ছাপিয়ে নজরে পড়ছে নিনা-আনিকার চেহারার মিল। ওদিকে বিবাহবিচ্ছেদের পর নয়্যারের মিউনিখের বাড়ি ছেড়ে এর মধ্যে বার্লিনে ফিরে গেছেন নিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।