দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পর অবশেষে সুখবর দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আবারও পর্দায় দেখা যাবে তাকে এমনই চমকপ্রদ তথ্য দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তাহসান জানিয়েছেন, আবারও স্বাভাবিক ছন্দে ভক্তদের কাছাকাছি হবেন তাহসান। খুব শিগগিরই একটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে।

জানা যায়, জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনে সঞ্চালক হিসেবে ধরা দেবেন এ সংগীতশিল্পী। প্রথম সিজনেও সাবলীল উপস্থাপনা দিয়ে দর্শকের মন জয় করেছিলেন। তবে প্রথম সিজনের চেয়ে ২য় সিজন আরও আকর্ষণীয় হতে চলেছে এমনটাই জানিয়েছেন তিনি।
বঙ্গের প্রযোজনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যা শোয়ের আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক মাত্রা।
আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার করা হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনটি। শোটির পুনঃপ্রচার হবে প্রতি বুধবার দুপুর ১টায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


