বিচ্ছেদের ৩৫ বছর পর ফের এক ছাদের নিচে কারিনা-কারিশমার বাবা-মা

কারিনা বাবা-মা

বিচ্ছেদের ৩৫ বছর পর ফের এক ছাদের নিচে কারিনা-কারিশমার বাবা-মা

বিনোদন ডেস্ক: সিনেমার পর্দায় দুর্দান্ত অভিনয় কারিনা কাপুর ও কারিশমা কাপুরের। তবে তাদের বাবা-মায়ের জীবনও সিনেমার চেয়ে কিছু কম নয়। বিচ্ছেদের প্রায় ৩৫ বছর পর ফের এক সাথে হয়েছেন রণধীর কাপুর এবং ববিতা কাপুর।

একই সাথে থাকছেন তারা। দীর্ঘ ৩৫ বছর পর বাবা-মায়ের সাথে একই ছাদের নিচে। তাই কাপুর পরিবারে এখন যেন চাঁদের হাট। খবর আনন্দবাজার পত্রিকার।
কারিনা বাবা-মাসত্তর দশকের সফল অভিনেতা রণধীর। ববিতাও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন। এক সময় সাত পাকে বাঁধা পড়েন তারা। ১৭ বছর সংসার করার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রণধীর-ববিতা। তবে আলাদা হলেও আইনত কখনও বিচ্ছেদ হয়নি তাদের। মেয়েদের একা হাতে মানুষ করেন ববিতা। পারিবারিক দায়িত্ব-কর্তব্যও পালন করে এসেছেন তিনি। তবে এক ছাদের নিচে নয়।

তিনটি দশক এভাবেই কেটেছে এই দম্পতির। তবে এখন শেষ সময়টুকু একসাথে কাটাতে চান তারা। শোনা যাচ্ছে, বান্দ্রায় গত সাত মাস ধরেই একসাথে আছেন রণধীর-ববিতা। তবে খবরটা সামনে এসেছে সম্প্রতি। নতুন করে আবার সংসার পেতেছেন দুজনে। বাবা-মায়ের এই পুনর্মিলনে খুশি কারিনা-কারিশমাও।

নামীদামি কোনো প্রসাধনী মেখে নয়, ত্বকের যত্নে যে পরামর্শ দিলেন দীপিকা