বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বলিউডের অন্যতম পাওয়ার কাপল। রণবীর যতটা খোলামেলা দীপিকা একেবারেই তাঁর বিপরীত। কিন্তু এবার নিজের বেডরুম সিক্রেট ফাঁস করলেন দীপিকা নিজেই।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বলিউডের ফ্যাব কাপলদের অন্যতম। দীপবীর-এর (DeepVeer) পিডএ মোমেন্ট থেকে শুরু করে ক্যমেরায় তাঁদরে খুনসুটি সম্পর্কের সমীকরণ দেখতে হা-পিত্যেশ করে বসে থাকেন তাঁদের ভক্তকুল। রণবীর যতটাই ক্যামেরার সামনে খোলামেলা। দীপিকা একেবারেই তাঁর বিপরীত। বলিউডের মস্তানি আসলে ভীষণ রকম প্রাইভেট পার্সন।
২০১৯ সালে দীপিকা একটি সাক্ষাৎকারে তাঁর ও রণবীরের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু তথ্য বলেন যা শুনে হেসে কুটোপাটি হল ভর্তি দর্শক। আসলে দীপিকা তাঁর ওই সাক্ষাৎকারে নিজেদের বেডরুম সিক্রেটই ফাঁস করেন সকলের সামনে। ২০১৯ সালে Nykaa Femina Beauty Awards-এ দীপিকাকে জিজ্ঞেস করা হয় রণবীর সমন্ধে অজানা এমন কয়েকটা অভ্যেস জানাতে।
সেই সময় দীপিকা রণবীর সম্পর্কে এমন কিছু তথ্য সকলের সামনে রাখেন যা শুনে হাসি চাপতে পারলেন না দর্শকরা। দীপিকা বলেন, “রণবীর স্নান করতে অনেকটা সময় নেয়, ঠিক ততটাই সময় নেয় রেডি হতে এমনকী বাথরুমে অনেকটা সময় ব্যায় করে। তেমনই বিছানায়ও বেশ দেরি করে রণবীর।”
ব্যাস যেই না দীপিকা এই কথা বলেছেন ওমনি অ্যাওয়ার্ড শো উপস্থিত দর্শকরা ইশারা করতে শুরু করে দেন। তক্ষুণি দীপিকা নিজেকে শুধরে নিয়ে ফের বলেন, “আমি বললাম রণবীর বিছানায় শুতে যেতে দেরি করে।”
সদ্য মুক্তি পেয়েছে দীপিকা-রণবীর অভিনীত ছবি ৮৩। এই একই সময় মুক্তি পায় পুষ্পা। এই ছবির সঙ্গে বক্স-অফিসে এঁটে উঠতে পারেনি দীপবীরের 83। আগামী ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোনের পরবর্তী ছবি ‘গেহরাইয়া’। ছবিতে আলিশার চরিত্রে দীপিকা অন্যদিকে জায়েনের চরিত্রে দেখা যাবে সিদ্ধান্তকে। আলিশার দমবন্ধ জীবনে দমকা বাতাস হয়ে প্রবেশ করবে জায়েন। করণের (ধৈর্য) সঙ্গে দাম্পত্য সম্পর্ক তলানিতে ঠেকেছে আলিশার।
এদিকে জায়েনের প্রতি টান উপেক্ষা করতে পারছেনা আলিশা। ছবিতে দীপিকার তুতো বোনের চরিত্রে দেখা যাবে অনন্যাকে ছবিতে সিদ্ধান্তের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার। এই ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।