বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে। এবার সম্পর্কের ইঙ্গিত নয়, বরং বিচ্ছেদের গুঞ্জনে। অভিনেতা বিজয় দেবরকোন্ডা আচমকাই সামাজিক মাধ্যমে রাশমিকাকে ‘আনফলো’ করেছেন। বিষয়টি নজরে আসতেই শুরু হয়েছে জল্পনা—তবে কি প্রেমে ইতি?
হঠাৎ কী ঘটল?
রবিবার সকালে বিজয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ যায় সংবাদমাধ্যমের। দেখা যায়, তিনি মাত্র ৩৫ জনকে অনুসরণ করছেন, যার মধ্যে রাশমিকার নাম নেই! এই খবরে মুহূর্তে ছড়ায় গুঞ্জন। এমন ঘটনা ঘটল কেন, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি অনুরাগীরা বা ঘনিষ্ঠ মহল।
গুঞ্জনের পেছনের প্রেক্ষাপট
বিজয়-রাশমিকার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চলছিল। যদিও তাঁরা কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু একই হোটেলে থাকা, একসঙ্গে খাওয়া বা ছুটি কাটানোর ছবি-ভিডিও সে ইঙ্গিতই দিচ্ছিল। এমনকি নতুন বছরের শুরুতে বিজয় বলেছিলেন, তিনি ‘সিঙ্গল’ নন। এরপর রাশমিকাকে দেখা গিয়েছিল বিজয়ের পরিবারের সঙ্গে।
এখনও নীরব দুই তারকা
এই ঘটনায় এখনও পর্যন্ত বিজয় বা রাশমিকা কেউই কোনো মন্তব্য করেননি। তাঁদের নীরবতা ঘিরেই জল্পনা আরও ঘনীভূত হচ্ছে। ভক্তরা আশঙ্কা করছেন, প্রেমে হয়তো চিরতরে ছেদ পড়ল এই জনপ্রিয় জুটির।
বিজয় দেবরকোন্ডার ইনস্টাগ্রামে রাশমিকাকে আনফলো করাকে ঘিরে তাঁদের প্রেম ভাঙনের গুঞ্জন নতুন করে জোরাল হয়েছে। যদিও কেউই বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি, তবু নেটদুনিয়ায় এ নিয়ে জল্পনা তুঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।