জুমবাংলা ডেস্ক: ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্য রেখায় বিএসএফের পক্ষ থেকে ফ্রন্টিয়ার কমান্ডার নিঝুম পুরুষোত্তম পাটেল বিজিবির আখাউড়া (আইসিপি) ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুল মোমেনের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডারকে ২ প্যাকেট ও আইসিপি ক্যাম্পের জন্য ৩ প্যাকেট মিষ্টি উপহার দেন।
আখাউড়া আইসিপি কমান্ডার হাবিলদার আব্দুল মোমেন জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি উপহার দিয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের এ রেওয়াজ চলে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।