ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ইতিহাসে কনিষ্ঠতম সভাপতি হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ৪৫ বছর বয়সী নিতিন নবীন। বিহার থেকে পাঁচবার নির্বাচিত এই বিধায়ক কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সর্বসম্মতিক্রমে দলটির শীর্ষ পদে আসীন হলেন।
দায়িত্ব গ্রহণের পর দেওয়া ভাষণে নিতিন নবীন নিজেকে একজন ‘সাধারণ কর্মী’ হিসেবে অভিহিত করেন। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি দাবি করেন, বিজেপিই একমাত্র দল যেখানে কোনো নির্দিষ্ট পরিবারের সদস্য না হয়েও শীর্ষ পদে পৌঁছানো সম্ভব। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে বলেন, এখানে সাধারণ পরিবারের মানুষ প্রধানমন্ত্রী হতে পারেন, যা বিজেপির গণতান্ত্রিক শক্তির বহিঃপ্রকাশ।
দলীয় সদর দপ্তরে অমিত শাহ, রাজনাথ সিং ও নিতিন গড়করির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি নতুন সভাপতির কর্তৃত্বকে বিশেষভাবে তুলে ধরেন। মোদি বলেন, “দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে নিতিন নবীন এখন থেকে আমার ‘বস’ এবং আমি কেবল একজন সাধারণ কর্মী। এটাই আমাদের দলের গর্ব।” প্রধানমন্ত্রী এই নির্বাচন প্রক্রিয়াকে ‘শতভাগ গণতান্ত্রিক’ বলে বর্ণনা করেন।
নতুন সভাপতি তাঁর বক্তব্যে অযোধ্যায় রামমন্দির নির্মাণ ও ৩৭০ ধারা বাতিলের মতো ঐতিহাসিক পদক্ষেপের কথা স্মরণ করেন। তিনি মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যদিও প্রধানমন্ত্রীর দীর্ঘ ৪৯ মিনিটের তুলনায় নবীনের ২০ মিনিটের সংক্ষিপ্ত ভাষণটি ছিল মোদির প্রতি বিনম্র শ্রদ্ধায় পরিপূর্ণ।
বিহার বিধানসভার চারবারের সদস্য প্রয়াত নবীন কিশোর সিনহার পুত্র নিতিন নবীন এখন থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির সাংগঠনিক হাল ধরবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


