আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়ে ঢুকে ভোট চাইলেন ভারতের পশ্চিমবঙ্গের শীতলখুচির তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। বিজেপি কর্মীদের সঙ্গে কোলাকুলিও করেছেন তিনি।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কোচবিহারের শীতলখুচি বিধানসভার বড় কৈমারি অঞ্চলের নগর ডাকালিগঞ্জ বাজারে ধিক্কার মিছিল ও ভোট প্রচার চালান পার্থ। ওই সময় ঘটনাটি ঘটে। তা নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে।
বিজেপির দাবি, দলীয় কার্যালয়ে ঢুকে অন্য দলের কারো ভোট চাওয়া ঠিক নয়। বিজেপির সর্বভারতীয় তপসিলি মোর্চার সহ-সভাপতি তথা শীতলখুচির নেতা হেমচন্দ্র বর্মণ বলেন, তৃণমূল প্রার্থী বুঝে গেছেন, তার পক্ষে আর জেতা সম্ভব নয়। তাই এমন করেছেন। মানুষকে দেখানোটাই এই ঘটনার মূল উদ্দেশ্য।
পার্থ প্রতিম রায় এ ব্যাপারে বলেন, সবাই আমার ভোটার। ভোটপ্রার্থী হিসেবে মানুষের কাছে আবেদন করেছি। বিজেপি পার্টি অফিসে থাকা কর্মীদের কাছেও সেই আবেদন করেছি। তারা নমস্কার জানিয়েছেন। আলিঙ্গন করেছেন। আমিও করেছি।
ওই ঘটনার পর বিজেপি ও তৃণমূল দুই পক্ষ থেকেই গুঞ্জন শুরু হয়েছে। তৃণমূলের একাংশ প্রশ্ন তুলছে, মমতা ব্যানার্জির ওপর হামলার ঘটনার বিরোধিতা করে ধিক্কার মিছিলের সময় বিজেপি পার্টি অফিসে ঢুকে ভোট চাওয়া কতটা যৌক্তিক?
অন্য আরেক অংশ মনে করছে, ভোট চাইতে সবার কাছেই যাওয়া যেতে পারে। তাতে জয়ের রাস্তা সহজ হয়। ওই পার্টি অফিসে থাকা বিজেপি কর্মীরা অবশ্য বলছেন, গণতন্ত্রে এমন হওয়াটাই কাম্য। যে যেখানে ভোট দেওয়ার দেবেন।
বিজেপির জেলা নেতৃত্ব যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করে বলেছে, সুযোগ পেলেই তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করে। শীতলখুচিতেই বিজেপি কর্মীদের ওপর হামলা, বাড়ি ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছে।
গতবার লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় যে দুই আসনে এগিয়ে ছিল তৃণমূল, শীতলখুচি তার মধ্যে অন্যতম। সেখানে এক হাজার দুই শতাধিক ভোটে এগিয়ে ছিল তৃণমূল।
সূত্র: ইকোনমিক টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।