আন্তর্জাতিক ডেস্ক : ৬৫ বছর বয়সেও তিনি কতটা ফিট, ‘প্রমাণ’ দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। ভারতের মধ্যপ্রদেশের ইনদওরের এক সভামঞ্চে কৈলাসের ৫৯ বার বুক ডন দেওয়ার ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ইনদওরে আরপিএল মহেশ্বরী কলেজের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন সাবেক মেয়র তথা সে রাজ্যের সাবেক মন্ত্রী কৈলাস। সেখানেই বক্তৃতার সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর প্রয়োজনীয়তা প্রসঙ্গে কথা বলছিলেন তিনি। শরীর কী ভাবে ফিট রাখা যায়, পড়ুয়াদের সেই পরামর্শই দিচ্ছিলেন। এমন সময় পড়ুয়াদের একাংশ তাকে বুক ডন দেওয়ার জন্য অনুরোধ করেন। আর তা শুনে বিনা দ্বিধায় বুক দেওয়া শুরু করে দেন কৈলাস।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে বুক ডন দিচ্ছেন কৈলাস। আর পাশে দাঁড়িয়ে এক-দুই-তিন করে গুনে চলেছেন সঞ্চালক। কৈলাসের কসরত শেষ হতেই চার দিক থেকে ভেসে আসতে থাকে হাততালি আর উচ্ছ্বাসের শব্দ। বুক ডন দেওয়া শেষ হতেই কৈলাসের হাতে মাইক্রোফোন তুলে দেন সঞ্চালক। আবার বক্তৃতা শুরু করেন বিজেপির কেন্দ্রীয় এই নেতা।
কৈলাসের ভাইরাল হওয়া ভিডিওটি বেশ কয়েক জন বিজেপি নেতাও নেটমাধ্যমে শেয়ার করেছেন। তাদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা জিতেন্দ্র জিরাতি।
১৯৮৩ সালে ইনদওর পুরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন কৈলাস৷ বিধায়ক হয়েছিলেন ৬ বার৷ ১২ বছর মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী ছিলেন তিনি৷ বাংলায় বিজেপির পর্যবেক্ষক হিসেবে একটা সময় নিয়মিত বাংলায় পড়ে থাকতেন কৈলাস। তবে গত বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর তাকে দলীয় কর্মসূচিতে খুব বেশি দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।