বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সমুদ্রের তলা থেকে একটি এমন জিনিস পাওয়া গেল যা বিজ্ঞানের এতদিনের জ্ঞানকে ভুল প্রমাণ করে দিল। বিজ্ঞানের বইটাই ভুল প্রমাণ করে দিল এই খোঁজ।
৫২ কোটি ৫০ লক্ষ বছর আগে সমুদ্রের জলে ঘুরে বেড়াত এক প্রকার ছোট প্রাণি। যার একটি সে সময় মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল।
সেই প্রাণির জীবাশ্ম উদ্ধার করে হাতে পেয়েছেন বিজ্ঞানীরা। যাতে ওই প্রাণিটির পুরো মস্তিষ্কটাই রয়েছে। সেই মস্তিষ্ক পরীক্ষা করে দেখার পর বিজ্ঞানীরা বুঝতে পারছেন তাঁরা এতদিন যা জানতেন, যা শিখেছেন বা শিখিয়েছেন তা ভুল।
এতদিন ধরে একটা বিতর্ক ছিল, একটি তত্ত্বও ছিল কীভাবে মস্তিষ্ক তৈরি হয়েছিল। কবেই বা তৈরি হয়েছিল। কিন্তু এই প্রাণির মস্তিষ্ক পরীক্ষার পর দেখা গেছে এটিই বিশ্বের সবচেয়ে পুরনো মস্তিষ্ক। যার খোঁজ চিনের ইউনান প্রদেশে পাওয়া জীবাশ্ম থেকে উদ্ধার হল।
প্রাণিটির স্নায়ুতন্ত্রও বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। কৃমি প্রকৃতির এই প্রাণিটির জীবাশ্ম কিন্তু এখন পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল ১৯৮৪ সালে। কিন্তু এতদিন তা গোপনে রক্ষিত ছিল। বিষয়টিকে প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি।
এবার কিংস কলেজ লন্ডন এই প্রাণিটির দেড় সেন্টিমিটার মস্তিষ্ক সম্বন্ধে বিস্তারিত তথ্য ভাগ করে নিল। ফলে বিষয়টি জানতে পারলেন বিশ্ববাসী। যা কিন্তু মস্তিষ্কের সৃষ্টি ও বিবর্তন নিয়ে যাবতীয় পুরনো ধারনা মুছে দিল বলেই দাবি করছেন বিজ্ঞানীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।