ধরুন একটা ফ্যামিলি প্যাক পিজ্জা অর্ডার করে বসে আছেন আপনি। এখানে জানিয়ে রাখি, ফ্যামিলি প্যাক পিজ্জায় হয় ১২ স্লাইস। এর ব্যাসার্ধ ৬ ইঞ্চি। এ ছাড়া ওদের এখানে মিডিয়াম ও ছোট আকারের পিজ্জা পাওয়া যায়। কিন্তু ধরে নিন আজ ছোট পিজ্জা নেই। শুধু লার্জ বা ফ্যামিলি ও মিডিয়াম পিজ্জা। মিডিয়ামটার ব্যাসার্ধ হয় ৪ ইঞ্চি। ওটায় মোট ৮ স্লাইস হয়।
পিজ্জা বৃত্তাকার। সুতরাং, একটু অঙ্ক কষে দেখা যাক। বৃত্তের ক্ষেত্রফল πr2। মানে পাই × পিজ্জার ক্ষেত্রফল। তাহলে ৮ স্লাইসের পিজ্জা যেহেতু ৪ ইঞ্চির, অর্থাৎ ক্ষেত্রফল = ৩.১৪১৬ × ৪২ = ৩.১৪১৬ × ১৬ = ৫০.২৬৫।
যেহেতু ছোট পিজ্জা দুটি, তাই ৫০.২৬৫ × ২ = ১০০.৫৩১২ বর্গ ইঞ্চি। এবার বড় পিজ্জার হিসাব করি। ৬ ইঞ্চি পিজ্জার ক্ষেত্রফল হবে ৩.১৪১৬ × ৬২ = ৩.১৪১৬ × ৩৬ = ১১৩.০৯৭ বর্গ ইঞ্চি।
তাহলে দেখা যাচ্ছে, গণিতের হিসেবে বড় একটা পিজ্জা খাওয়াই লাভজনক। প্রায় সাড়ে ১২ বর্গ ইঞ্চি বেশি পাওয়া যায়। তবে পিজ্জার ক্রাস্ট ও পাশের রুটি মতন অংশটা, টপিংস বা ওপরে যা দেওয়া হয়, বাস্তবে হিসাব করতে হবে এরকম অনেক কিছু মিলিয়ে। এটা শুধু গাণিতিক হিসাব। তবে এখান থেকে একটা বিষয় তো বুঝতেই পারছেন, গণিত শুধু পরীক্ষার খাতায় নয়, বাস্তব জীবনেও কাজে লাগে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।