স্পোর্টস ডেস্ক: মহান বিজয় দিবস আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর)। সেই সঙ্গে পালন করা হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও। কারণ বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তিও হচ্ছে একইসঙ্গে।
৫০ বছর আগে পাক হানাদারদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার গৌরবে ভাসছে গোটা দেশ। ঐতিহাসিক সেই ক্ষণকে স্মরণীয় করে রাখতে চারদিকে উৎসবের আমেজ। গোটা দেশ সেজেছে লাল-সবুজের সাজে। বাদ যাননি সুদূর নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও।
বিশ্বের বুকে বাংলাদেশকে নেতৃত্ব দেন মুমিনুল-মুশফিকরা। উড়ান লাল-সবুজের পতাকা। নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ায় বিজয়ের এই সুবর্ণজয়ন্তীতে মা-মাটি থেকে দূরে থাকতে হচ্ছে তাদের। তাতে কি! সেখানে বসেই বিজয়ের পাঁচ দশক উদযাপন করেছে বাংলার দামাল ছেলেরা।
বাংলাদেশের ক্রিকেটাররা ঐতিহাসিক এই ক্ষণে অনুশীলনে নেমেই গাইলেন বিজয়ের গান। জাতীয় সংগীত গেয়ে বিজয় উদযাপন করেন মুমিনুলরা।
এদিকে, বিজয় উদযাপনের পাশাপাশি সুখবরও দিলেন বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে থাকাবস্থায় হুট করেই খবর আসে টিম টাইগার্সের স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এরপর থেকেই দুশ্চিন্তা ও অস্বস্তি ছড়িয়ে পড়েছিল।
তবে নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্ সবাই করোনা টেস্টে নেগেটিভ এসেছি। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে।’
এদিকে, সাত দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে অনুশীলনের সুযোগ পায় বাংলাদেশ দল। যদিও বৃষ্টির কারণে জিমেই সময় কাটাতে হচ্ছে তাদের। আগেরবারের তুলনায় এবার কিছুটা হলেও শিথিল নিউজিল্যান্ডের কোভিড প্রটোকল।

এর আগে ফিটনেস নিয়ে বরাবরই সিরিয়াস থাকা মুশফিকুর রহিমকে জিমে বাড়তি কাজ করতে দেখা যায়। লিটন-সাদমান-শান্তরাও লি’র পরামর্শে জিমে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেন। পাকিস্তান সিরিজের দুঃসহ স্মৃতি ভুলে সবারই চাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ভালো করা।
ব্যাটারদের পর বোলারদের নিয়ে কাজ করেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি। এবার পেস বোলারদের লম্বা বহর নিয়ে সফরে গেছে বাংলাদেশ দল। মাত্রই ঘরের মাঠে শেষ হওয়া টেস্ট সিরিজের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবাদত-রাহীরা। তবে নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময়ই পেসারদের পক্ষে কথা বলে। পেস ইউনিটকে নিশ্চিতভাবেই বাড়তি সাহস দিবে দলে তাসকিনের অন্তর্ভুক্তি।
যদিও নিউজিল্যান্ডের মাটিতে বাংলার পেসারদের রেকর্ডও খুব একটা ইতিবাচক না। এখন পর্যন্ত মাশরাফীই সেখানে সবচেয়ে সফল। ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন সবশেষ ১ যুগ আগে টেস্ট খেলা নড়াইল এক্সপ্রেক্স।
নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করতে হলে অনুশীলনটাও যুতসই হতে হবে। তবে মাঠে নেমে অনুশীলনের জন্য অপেক্ষাটা ফুরাবে শিগগিরই। ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে অনুশীলনের সুযোগ পাবে দলের ক্রিকেটাররা। এই সময়ে তিনবার কোভিড পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসলেই মাঠে নামতে আর কোনো বাধা থাকবে না।
আগামী পহেলা জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।