Advertisement
জুমবাংলা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবর ইউএনবি’র।
সোমবার সকাল ৯টার দিকে হিলি সীমান্ত চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আলতাব হোসেন বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার জগদীশ প্রসাদের হাতে ১০ প্যাকেট মিষ্টি উপহার হিসেবে তুলে দেন।
এ সময় বিএসএফকে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।
সুবেদার আলতাব হোসেন জানান, সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।