এবার শেষ হতে চলেছে বারবার ফোন চার্জ দেওয়ার ঝামেলা। আসছে চীনের প্রযুক্তি কোম্পানি বিটা ভোল্টের তৈরি বিশ্বের প্রথম পারমাণবিক ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি কোন চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে টানা 50 বছর। কীভাবে কাজ করবে এ ব্যাটারি এবং কবে বাজারজাত করা হবে সেটি নিয়ে সবার মধ্যে আগ্রহ রয়েছে।
অনেক স্মার্টফোনে বেশিক্ষণ চার্জ না থাকার বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে অভিযোগ রয়েছে। তবে এ ঝামেলা শীঘ্রই শেষ হয়ে যাবে। একবার চার্জ দিলে ৫০ বছর আরো চিন্তা থাকবে না। একটানা ৫০ বছর স্মার্টফোন সার্ভিস দিয়ে যাবে।
বেইজিং ভিত্তিক কোম্পানি বিটা ভোল্ট এরকম একটি প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে যা ফোনকে একটানা ৫০ বছর সার্ভিসের মধ্যে রাখবে। এরকম উদ্ভাবন বিশ্বের মধ্যে আর কোথাও দেখা যায় না। পারমাণবিক শক্তি ব্যবহার করা হলেও নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই।
এখানে উচ্চ তাপমাত্রার ঝুঁকি নেই এবং কখনো আগুন ধরবে না। পাশাপাশি কোন তেজস্ক্রিতার ঝুঁকিও থাকবে না। বন্দুকের গুলিতেও ব্যাটারি অক্ষত অবস্থায় থাকতে পারবে। চীনের প্রতিষ্ঠানটি এ ধরনের তথ্য দিয়েছে। বিভিন্ন মেডিকেল আর ডিভাইসেও এটি ব্যবহার করা যাবে।
৬৩টি পরমাণুর আইসোটোপ বসিয়ে ব্যাটারি তৈরি করা হয়েছে। ১০০ মাইক্রোওয়েট শক্তি এটির মধ্যে রয়েছে। ব্যাটারিটি তিন ভোল্টের শক্তি ব্যবহার করতে পারবে। মাইনাস ৬০ ডিগ্রী সেলসিয়াস হতে ১২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এ ব্যাটারিটি কাজ করতে পারবে।
এ ধরনের টেকনোলজি বর্তমানে পরীক্ষার মধ্যে থাকলেও তা ফোন এবং ড্রোনে ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। তারা এক বিজ্ঞপ্তিতে জানায় যে, চিকিৎসা সরঞ্জাম, মহাকাশ সরঞ্জাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ডিভাইস, উন্নত সেন্সর, ড্রোন এবং রোবেটে এটি ব্যবহার করা যাবে। চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে অর্থনীতিকে শক্তিশালী করতে ২০২৫ সালের মধ্যে ব্যাটারিটি বাজারে নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।