বিটিভিতে আগুন ছড়িয়ে পড়েছে

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আন্দোলনকারীদের দেওয়া আগুন ছড়িয়ে পড়েছে। এর কারণে ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করেছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নিজেদের ভেরিভায়েড ফেসবুক পেজে সহযোগিতার আহ্বান জানায় তারা।

পোস্টবুক পোস্টে বিটিভি জানায়, বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।

এর আগে, বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন দেন আন্দোলনকারীরা। এ সময় ভবনের সামনে পার্কিং স্টেশনে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। রামপুরা পুলিশ ফাঁড়িতেও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। সেখানে অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে।