বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) হিসেবে মোবাইল সিম সেবা চালু করার ঘোষণা দিয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা একাধিক সমন্বিত সেবা, যেমন ভয়েস কল, ডেটা এবং বিনোদন, সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারবেন।
বিটিসিএল এমভিএনও মডেলে গ্রাহকদের মোবাইল সেবা প্রদান করবে, যেখানে নিজস্ব নেটওয়ার্কের বদলে অন্য অপারেটরের নেটওয়ার্ক ভাড়া নেওয়া হবে। এতে গ্রাহকরা তাদের ব্র্যান্ডের অধীনে সেবা পাবেন।
বিটিসিএল তাদের ‘ট্রিপল-প্লে’ ও ‘কোয়াড-প্লে’ প্যাকেজের মাধ্যমে একাধিক সুবিধা দিচ্ছে:
বিটিসিএল মোবাইল সিম: ভয়েস কল ও ডেটা সেবা।
আনলিমিটেড ভয়েস কল: শর্তসাপেক্ষে বিটিসিএল মোবাইল সিম ও আইপি ফোন অ্যাপ ‘আলাপ’ ব্যবহার করে।
আনলিমিটেড ইন্টারনেট: জিপন (GPON) ও আইএসপি (ISP) সংযোগের মাধ্যমে সীমাহীন ডেটা।
আনলিমিটেড বিনোদন: দেশীয় OTT প্ল্যাটফর্ম যেমন Bongo, Chorki, Hoichoi, ভবিষ্যতে Netflix ও Amazon Prime যুক্ত করার পরিকল্পনা।
সাশ্রয়ী স্মার্টফোন: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ কিস্তিতে স্মার্টফোন; মাসে মাত্র ৫০০ টাকায় এক বছরের প্যাকেজ।
বিটিসিএল আশা করছে, এই নতুন সেবা দেশের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বৃদ্ধি করবে এবং গ্রাহকরা আরও উন্নত, সাশ্রয়ী ও সমন্বিত সেবা পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।