সমালোচকদের মন পায়নি করণ জোহর-আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমা। বক্স অফিসের তেমন একটা ভালো অবস্থা নেই। সিনেমার ‘ফেক কালেকশন’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করেছেন দিব্যা খোসলা কুমার। এবার ‘জিগরা’ টিমের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন মণিপুরের অভিনেতা বিজৌ থাংজাম।
তিনি দাবি করেছেন যে, ইম্ফলে থাকেন সেকথা স্পষ্টভাবেই জানিয়েছিলেন কিন্তু কোনও খবর আজ পর্যন্ত দেওয়া হয়নি। উত্তর-পূর্ব ভারতের একজন অভিনেতা হিসেবে এই ধরনের ব্যবহার তার অত্যন্ত বৈষম্যমূলক মনে হয়েছে।
এতে তার সময় নষ্ট হয়েছে বলেও জানান অভিনেতা। তার বক্তব্য, যত বড়ই প্রযোজনা সংস্থা হোক না কেন এমন ব্যবহার একেবারেই গ্রহণযোগ্য নয়। নিজের এই পোস্টে দিব্যা খোসলা নামের হ্যাশট্যাগও দিয়েছেন বিজৌ। ‘জিগরা’ নিয়ে বক্তব্য পেশ করার পর থেকে তার বিরুদ্ধে ক্রমাগত বর্ণবিদ্বেষমূলক ও বৈষম্যমূলক মন্তব্য করা হচ্ছে।
এরপরের পোস্টেই আবার বিজৌয়ের অভিযোগ, ‘কিছু বিষয় কখনও পালটায় না, তাইনা? এতে আশ্চর্যের কিছু নেই যে ভারতের মূল ভূখণ্ডে কিছু মানুষের থেকে এমন বাজে ব্যবহার উত্তর-পূর্বের বাসিন্দারা পাচ্ছে। মনে রাখতে হবে আমরা সবাই ভারতীয় আর এই বৈচিত্র্য উদযাপন করা উচিত। জয় হিন্দ।’
‘মেরি কম’, ‘শিবায়’, ‘জগ্গা জাসুস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র মতো একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন বিজৌ। মণিপুরের এ অভিনেতার অভিযোগ, গত বছর তাকে ‘জিগরা’য় অভিনয়ের অফার দেওয়া হয়েছিল। এর জন্য দুবার নিজের অডিশনের টেপ পাঠিয়েছিলেন। গোটা ডিসেম্বর মাস শুটিংয়ের জন্য বুক করা হয়েছিল। কিন্তু তারপর আর শুটিংয়ের তারিখ নিশ্চিতভাবে জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।