বিনোদন ডেস্ক: দেশের প্রেক্ষাগৃহে গত ২৯ জুলাই মুক্তি পায় ‘হাওয়া’ সিনেমা। এটি মুক্তির আগেই ট্রেলার প্রকাশ হলে আলোড়ন ফেলে। এরপর ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গান প্রকাশ হলে উন্মাদনা আরও কয়েকগুণ বেড়ে যায় দর্শকদের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়।
সিনেমাটি মুক্তির চার মাস অতিক্রম করলেও এখনো রেশ কাটেনি ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটির। গ্রাম কিংবা শহর, যেকোনো জায়গায় গানটি শ্রোতাদের মুখে মুখে শুনতে পাওয়া যায়।
গানটি এতটাই আলোড়ন সৃষ্টি করেছে যে, বাংলাদেশ থেকে সদ্য বিদায়ী জাপানি রাষ্ট্রদূতের কণ্ঠেও শোনা গেল তা। সম্প্রতি বিদায় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিদের ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি গেয়ে শোনান জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
জাপানি রাষ্ট্রদূতের কণ্ঠে ভাঙা ভাঙা বাংলা ভাষায় গান ও বাচনভঙ্গিতে মুগ্ধতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। এছাড়া গানটির ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাদরো গ্রহণ করে নিয়েছে নেটিজেনরা। এমনকি অনেকে ভূয়সী প্রশংসাও করেছেন গানটির পরিবেশনার।
প্রসঙ্গত, ‘সাদা সাদা কালা কালা’ গানে হিট তকমা পাওয়া ‘হাওয়া’ সিনেমা এখনো চলছে প্রেক্ষাগৃহে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, নাজিফা তুষি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।