করোনা মহামারিকে পাশ কাটিয়ে চিকিৎসার অন্যান্য ক্ষেত্রেও সমান তালে চলছে গবেষণা, বিজ্ঞানীরা আমাদের উপহার দিচ্ছেন দারুণ সব উদ্ভাবন! সায়েন্টিফিক আমেরিকান, পপুলার সায়েন্স ও কোয়ান্টা ম্যাগাজিনের নির্বাচিত চিকিৎসাক্ষেত্রে ২০২২ সালের দারুণ সব উদ্ভাবন থেকে সেরা চারটি নিয়েই আজকের এ আলোচনা।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১,৫০০ জন মানুষ কানের পিনা বা কর্ণছত্র (কানের বাইরের অংশ) তৈরি না হওয়া কিংবা অনুন্নত কর্ণছত্র অবস্থায় জন্ম গ্রহণ করে। কর্ণছত্রের এমন অবস্থায় দেখতে খারাপ লাগার পাশাপাশি কোনো কিছু শোনার ক্ষেত্রেও মারাত্মক ব্যাঘাত ঘটে।
তবে এবার খুব বেশি কাটাছেঁড়া ছাড়াই প্রোটিন, হাইড্রোজেল ও রোগীর টিস্যু নিয়ে অবিকল জীবন্ত মানুষের মতোই কর্ণছত্র তৈরি করেছে নিউ ইয়র্কের প্রতিষ্ঠান ‘থ্রিডি বায়ো থেরাপিউটিকস’ বছর জুনে মেক্সিকোর এক মহিলার দেহে প্রথম এ কৃত্রিম কর্ণছত্র স্থাপন করা হয়। কৃত্রিম নাকসহ অন্যান্য বৃহৎ অঙ্গ প্রতিস্থাপন পদ্ধতিতে এই থ্রিডি প্রিন্টেড প্রযুক্তি কাজে লাগানোর সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।
লেজার সার্জারির মাধ্যমে চোখের ক্ষীণ দৃষ্টি কিংবা অ্যাস্টিগমেটিজম রোগের চিকিৎসা করা সম্ভব। তবে এখানে রোগীর কর্নিয়ার কিছু অংশ তুলে ফেলা হয় এবং এতে রোগীর চোখ সর্বদা শুষ্ক থাকার একটা সম্ভাবনাও তৈরি হয়। এ বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) উন্নত প্রযুক্তির একটি লেন্স অনুমোদন করেছে।এর নাম ‘EVO Visian Implantable Collamer Lenses‘।
ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রুপটি হচ্ছে আলঝেইমার্স, যেখানে ব্যক্তির চিন্তাশক্তি কমে যাওয়ার পাশাপাশি ব্যক্তির সামাজিক ও আচরণগত দক্ষতাও হ্রাস পায় অনেকাংশে। আলঝেইমার্স আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে বিটা অ্যামাইলয়েড নামে একধরনের আঠালো পদার্থ তৈরি হয়, যা মস্তিষ্কের মাঝে জমা হতে থাকে।
ফলে মস্তিষ্কের কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। এ বছরের সেপ্টেম্বরে ঘোষণা আসে- ক্লিনিক্যাল ট্রায়ালে ‘Lecanemab’ ঔষধ মস্তিষ্কের কোষগুলোর কার্যক্ষমতা হ্রাসকে বাধা দিতে পারে। এটি বিটা অ্যামাইলয়েডকে আক্রমণ করতে সক্ষম। মনে করা হচ্ছে, ২০২৩ এর শুরুর দিকে অনুমোদন পেতে পারে এ ঔষধটি।
যুক্তরাষ্ট্রে বিভিন্ন বয়সী প্রায় ৩ লাখ মানুষ ‘অ্যালোপেসিয়া এরিয়াটা’ রোগে আক্রান্ত। এ রোগে দেহের ইমিউন সিস্টেম এর আক্রমণে মাথার ত্বকসহ সারাদেহের বিভিন্ন স্থানে মারাত্মক চুল পড়তে দেখা যায়। প্রচুর পরিমাণে এই চুল পড়া রোধ করতে এ বছর যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথম কোনো ঔষধকে অনুমোদন দিল। ইলি লিলি ও ইনসাইটের তৈরি ঔষধ ‘Olumiant’ মারাত্মক চুল পড়া রোধের দীর্ঘমেয়াদী সমাধান হতে পারবে বলেই আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।