বছরজুড়ে জুম বাংলায় প্রকৃতি ও সমুদ্রের নানা ছবি ও নিউজ প্রকাশ করা হয়। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার, ইন্টারন্যাশনাল গার্ডেন ফটোগ্রাফার অব দ্য ইয়ার, ব্রিটিশ ইকোলজি সোসাইটির বার্ষিক ফটোগ্রাফি প্রতিযোগিতা, এন্টোমোলজিক্যাল সোসাইটি ফটোগ্রাফি প্রতিযোগিতা, সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতাসহ আরও অনেক প্রতিযোগিতার সেরা ছবিগুলো নিয়ে সম্প্রতি ফটোফিচার প্রকাশ করেছে বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স।
ডিমের সঙ্গে আটকে আছে মাছ
ওশান ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৪ প্রতিযোগিতায় ওশান পোর্টফোলিও ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন ফটোগ্রাফার শেন গ্রস। এই ছবিতে বড় চোখের শিশু প্লেইনফিন মিডশিপম্যান মাছ দেখা যাচ্ছে। মাছগুলো এখনো কুসুমের থলির সঙ্গে আটকে আছে। এ মাছ রাতে প্রচণ্ড আওয়াজ করে। একসঙ্গে অনেকগুলো মিডশিপম্যান মাছ থাকলে এদের আওয়াজ আপনি বহুদূর থেকে, এমনকি কাছাকাছি এলাকায় বাসা হলে, সেখানে বসেই টের পাবেন। সাধারণত প্রজনকালে এরা বেশি আওয়াজ করে। ছবিটি তোলা হয়েছে কানাডা থেকে।
তিমির কবরস্থান
সুইডেনের অ্যালেক্স ডসনের তোলা এ ছবি ২০২৪ সালে আন্ডারওয়াটার ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে। তিনি ছবিটি তুলেছেন গ্রিনল্যান্ডের উপকূলীয় অঞ্চল থেকে। সেখানকার স্থানীয় শিকারিরা প্রায়ই তিমি শিকার করে। তিমির প্রয়োজনীয় জিনিস রেখে কঙ্কাল আবার সাগরে ভাসিয়ে দেয়। ডসন ছবিটি তুলেছেন বরফের নিচে পানিতে ডুব দিয়ে।
হাতির দাঁতের ফরেনসিক
ছবিতে দেখা যাচ্ছে, একজন ফরেনসিক বিশেষজ্ঞ একটি হাতির দাঁত থেকে আঙুলের ছাপ নিচ্ছেন। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্ধর থেকে এই ছবি তুলেছেন ফটোগ্রাফার ব্রিটা জ্যাসচিনস্কি। আসলে এখনো প্রচুর বন্যপ্রাণীর দাঁত ও চামড়া বিদেশে চোরাচালান হয়। সেগুলো ঠেকাতেই এই ব্যবস্থা। হাতির দাঁত থেকে মানুষের হাতের ছাপ সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে ম্লান হয়ে যায়। তবে যুক্তরাজ্যের ফরেনসিক বিশেষজ্ঞরা একটা যুগান্তকারী কৌশল উদ্ভাবন করেছেন।
এই কৌশলের মাধ্যমে কয়েক মাস পরেও হাতের ছাপ শনাক্ত করা যায়। ২০২৩ সালে এমন কয়েক হাজার চোরাচালান বাজেয়াপ্ত করা হয়েছে। ছবিতে দেখানো দাঁতটি একটা আফ্রিকান হাতির। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্যমতে, হাতির দাঁতের জন্য প্রতিদিন গড়ে ৪০টি আফ্রিকান হাতি হত্যা করা হয়। সেই চোরাচালান বন্ধ করতেই পুলিশের এই ব্যবস্থা। ২০২৪ সালে বিগ পিকচার ন্যাচারাল ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতায় ‘হিউম্যান অ্যান্ড নেচার’ বিভাগে এটি সেরা ছবির তালিকায় ছিল।
মাছ নিয়ে পাখিদের মারামারি
মাছ একটা, পাখি দুটি। ওই মাছ নিয়েই নর্দান গ্যানেটস পাখিদের মধ্যে শুরু হয়েছে লড়াই। যুক্তরাজ্যের সবচেয়ে বড় সামুদ্রিক পাখি এই গ্যানেটস। ডানাসহ এরা প্রায় ৬ ফুট লম্বা হয়। ৯৮ ফুট ওপর থেকে মাছকে অনুসরণ করে শিকার করে। ছবিটি তুলেছেন ফটোগ্রাফার ট্রসি লুন্ড। স্কটল্যান্ডের একটা দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। তাঁর মাথার ওপর অনেকগুলো গ্যানেটস পাখি উড়ে বেড়াচ্ছিল। হঠাৎ দুটি পাখি একই মাছকে অনুরসরণ করে ঝাঁপ দেয়। সৌভাগ্যবশত তখন ছবিটি তুলতে পেরেছিলেন ট্রসি লুন্ড। ২০২৪ সালের ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে গ্র্যান্ড প্রাইজ জিতেছে ছবিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।