
Advertisement
জুমবাংলা ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (২০১৮-২০১৯) অর্থ বছরে ২১৮ কোটি টাকা লাভ করেছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিমান (২০১৮-২০১৯) অর্থ বছরে (কর পরিশোধ করেও) নীট ২১৮ কোটি টাকা লাভ করেছে।
সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভায় এ কথা জানানো হয়।
বিমানের প্রধান কার্যালয় বলাকা’য় এই সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী।
বার্ষিক সাধারণ সভায় বিমানের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মোকাব্বির হোসেন, কোম্পানী সচিব কাজী আতিকুর রহমানসহ বিমান পরিচালনা পর্ষদের সকল সদস্য, বিভিন্ন মন্ত্রনালয়ের শেয়ার হোল্ডাররা ও বিমানের উর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।