আজ সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সেখানে ১৭টি করোনা নমুনা সংগ্রহের বুথ রয়েছে। সে বুথগুলোতে স্বাস্থ্য বিধি মেনে বিদেশ গমনেচ্ছুক যাত্রীরা করোনার নমুনা দিচ্ছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মহাখালী ডিএনসিসি মার্কেটে স্থাপিত অস্থায়ী হাসপাতালে শুধু যে বাংলাদেশিরা আসছেন এমন না। বাংলাদেশে অবস্থিত বিদেশিরা যারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে চান এরকম অনেকেই সেখানে টেস্ট করতে এসেছেন।
এদিকে ঢাকার বাইরে ১৩ জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে সোমবার থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহ করা হচ্ছে বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।