জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার ঋণের সুদহার আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
নতুন নির্দেশনা অনুসারে, বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদে বিনিয়োগে সুদহার সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট বা এসওএফআরেরর সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ হারে হবে। এর আগে এ সুদহার লাইবরভিত্তিক ছিল।
এর আগে ১৬ আগস্ট সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে লাইবরের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
এবার তা ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়। এতে বিদেশি ঋণ নিতে গ্রাহককে বর্তমানে বেশি সুদ গুনতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।