আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগ উঠল একটি পেট্রলপাম্পের কর্মীর বিরুদ্ধে। ভারতের রাজস্থানের জয়পুরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি নভেম্বরের হলেও, সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, রুশ পর্যটককে নিয়ে শহর ঘুরতে বেরিয়েছিলেন এক ভ্লগার। রেস্তোরাঁয় খাওয়াদাওয়া শেষে বাইকে জ্বালানি ভরানোর জন্য একটি পেট্রল পাম্পে যান তারা। বাইকের পিছনে বসেছিলেন রুশ তরুণী। অভিযোগ, বাইকের জ্বালানি ভরানোর সময় পেট্রলপাম্প কর্মী রুশ তরুণীকে আপত্তিজনক ভাবে স্পর্শ করেন।
ওই তরুণীর দাবি, প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু পরপর তিনবার একই রকম ভাবে স্পর্শ করায় প্রতিবাদ করেন তরুণী। এই অভিযোগ সরাসরি অস্বীকার করে পাল্টা ওই তরুণী এবং তার সঙ্গীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ওই কর্মী।
তরুণী বিষয়টি নিয়ে চিৎকার চেঁচামেচি করেন এবং পাম্পের ম্যানেজারকে বিষয়টি জানান। তারপর তারা পুলিশকেও ফোন করেন। ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের কাছেও ওই কর্মী দাবি করেন, তিনি তরুণীকে ইচ্ছাকৃত ভাবে স্পর্শ করেননি। জ্বালানি ভরার সময় কোনও ভাবে লেগে গিয়েছে। কিন্তু পুলিশ পাম্পকর্মীকে চেপে ধরায় শেষেমেশ তিনি স্বীকার করেন। তার পরই পুলিশ ওই পাম্পকর্মীকে কান ধরিয়ে তরুণীর কাছে ক্ষমা চাওয়ায়।
তরুণী পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন, ওই পাম্পকর্মীর নাম তাদের রেকর্ড বুকে যেন তুলে রাখে। শেষে পুলিশ ওই কর্মীকে সতর্ক করে ছেড়ে দেয়।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।