
চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছে মার্চেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ। শ্রমিকদের অভিযোগ, বিদেশি প্রতিষ্ঠান এলে চাকরি হারানোর ঝুঁকি বৃদ্ধি পাবে।
চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রোধ, সম্ভাব্য চুক্তি প্রক্রিয়া বন্ধসহ ১১ দফা দাবিতে আজ মঙ্গলবার আগ্রাবাদ বাদামতলে বিক্ষোভ ও সমাবেশ করেছে মার্চেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন, বন্দরের অর্থে নির্মিত এনসিটি ও সিসিটি সফলভাবে পরিচালিত হচ্ছে। তাই এগুলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের সিদ্ধান্তের ফলে বন্দর শ্রমিকদের বড় একটি অংশ চাকরিচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে।
শ্রমিক নেতারা আরও বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা, বন্দর থেকে পণ্য প্রাইভেট ডিপোতে পাঠানো বন্ধ করা এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বন্দরের শ্রমশাখায় থাকা মার্চেন্ট শ্রমিকদের নিয়োগ দেওয়ার দাবি বহুদিনের। এসব যৌক্তিক দাবি উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সাহাব উদ্দিন, সদস্যসচিব মো. খুরশিদ আলম, যুগ্ম আহ্বায়ক রহিম উল্যাহসহ অন্যান্য নেতা-কর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



