আন্তর্জাতিক ডেস্ক : অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমাতে বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের সংখ্যা আরও কমানোর ঘোষণা দিয়েছে কানাডা। পাশাপাশি বিদেশি কর্মীদের বিষয়ে নিয়ম কঠোর করতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশটি।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্স পোস্টে লিখেছেন, “আমরা এ বছর ৩৫ শতাংশ কম আন্তর্জাতিক শিক্ষার্থী পারমিট দিচ্ছি। পরের বছর এই হার আরও ১০ শতাংশ হ্রাস পাবে।
“আমাদের অর্থনীতির জন্য অভিবাসন একটি সুবিধা, কিন্তু খারাপ ব্যক্তিরা যখন সিস্টেমের অপব্যবহার করে এবং শিক্ষার্থীদের সুবিধা নেয়, তখন আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করি।”
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, কানাডা ২০২৩ সালে ৫ লাখ ৯ হাজার ৩৯০টি এবং ২০২৪ সালের প্রথম সাত মাসে ১ লাখ ৭৫ হাজার ৯২০টি স্টাডি পারমিট দিয়েছে।
নতুন পদক্ষেপের ফলে ২০২৫ সালে এই সংখ্যা কমে ৪ লাখ ৩৭ হাজারে নেমে আসবে।
এনডিটিভি লিখেছে, কানাডায় আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য অভিবাসীদের দায়ী করা হয়ে থাকে। আগামী বছর সেখানে ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে জনমত জরিপে পিছিয়ে পড়া ট্রুডোর লিবারেল সরকার আন্তর্জাতিক শিক্ষার্থী, বিদেশী কর্মীসহ অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর উদ্যোগ নিল।
স্ট্যাটিসটিকস কানাডার হিসাব অনুযায়ী, অভিবাসী সংখ্যা বিশেষ করে অস্থায়ী বাসিন্দাদের বড় অংশই শিক্ষার্থী ও শ্রমজীবী; যাদের সংখ্যা দুই বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে।
২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে এই সংখ্যা ১৪ লাখ হলেও চলতি বছরের এই সময়ে তা ২৮ লাখে পৌঁছেছে।
গত এপ্রিলে কানাডায় মোট জনসংখ্যার ৬ দশমিক ৮ শতাংশই ছিল অস্থায়ী বাসিন্দা। এই হার ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।