জুমবাংলা ডেস্ক : বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সরকারের অনুমোদিত ক্যাসিনো জোন প্রয়োজন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময়ে মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারে এক্সক্লুসিভ টুরিস্ট জোন হবে। অন্যান্য দেশেও পাসপোর্ট দিয়ে ক্যাসিনোতে যেতে হয়। আমাদের দেশেও এক্সক্লুসিভ জোনে ক্যাসিনোর ব্যবস্থা করা হবে। বিদেশিদের জন্যই এটা হবে। সেখানে পাসপোর্ট দিয়ে ঢুকতে হবে। তবে ঢাকায় অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চলছে আমরা তার সঙ্গে একমত।
মাহবুব আলী বলেন, টুরিজমের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারিনি। তবে আমরা সেটি করতে চাই। আমরা মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে ফেলছি। এ মাসে ওয়াক অর্ডার দিয়ে দেবো। আমরাদের দেশে কতজন বিদেশি পর্যটক আসছে, সেটি আমরা দেখছি। তবে হিসাব মতে, গত এক বছরে দেড় থেকে দুই লাখের বেশি বিদেশি ভ্রমণে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।