Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বিদেশে চাকরির ফাঁদে পা দিয়ে ‘সাইবার ক্রীতদাস’ হচ্ছে বহু ভারতীয়
    আন্তর্জাতিক

    বিদেশে চাকরির ফাঁদে পা দিয়ে ‘সাইবার ক্রীতদাস’ হচ্ছে বহু ভারতীয়

    Saiful IslamApril 8, 2024Updated:April 8, 20243 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : ‘সাইবার ক্রীতদাস’! নতুন করে এই শব্দ দু’টি আতঙ্কের জন্ম দিচ্ছে ভারতীয়দের মনে। প্রায় পাঁচ হাজার ভারতীয় এখনো কম্বোডিয়ায় ‘ক্রীতদাসের’ জীবন কাটাচ্ছে। সরকার উদ্যোগী হওয়ায় ২৫০ জনকে ভারতে ফেরানো গেলেও বাকিরা মুক্তির আশায় দিন দিন কাটাচ্ছে।

    কী এই ‘সাইবার ক্রীতদাস’? আমরা সকলেই কমবেশি সাইবার প্রতারণা শব্দ জোড়ার সাথে পরিচিত। আধুনিক প্রযুক্তি এবং ইন্টারনেটের যুগে প্রতারকেরা নানাভাবে মানুষের ব্যক্তিগত জীবনে উঁকি দেয়। ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে টাকা লোপাট কিংবা প্রতারণা করে টাকা হাতানোর মতো অভিযোগও কম নয়। এই সাইবার প্রতারাণাই এখন কম্বোডিয়ায় জাল বিস্তার করেছে।

    মোটা বেতনের চাকরির ফাঁদ পেতে অন্যান্য দেশের নাগরিকদের কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। তার পর তাদের জোর করে সাইবার প্রতারাণার কাজে নিযুক্ত করা হয়। সেই চক্র বিশ্বের নানা দেশে ছড়িয়ে আছে। তাদের কাজই হলো বিভিন্ন দেশ থেকে লোক জোগাড় করে কম্বোডিয়ায় পাঠানো।

       

    বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কম্বোডিয়ায় পৌঁছানো মাত্রই চাকরির খোঁজে আসা মানুষদের থেকে কেড়ে নেয়া হয় পাসপোর্ট। তারপরই তাদের দিয়ে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ করানো হয়।

    প্রতিদিন বেঁধে দেয়া হয় কাজের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে চলে অত্যাচার। ছুটি তো মেলেই না, উল্টা খাওয়া বন্ধ করে দেয়া হয়। দিনে ১২ ঘণ্টা তো কাজ করতেই হবে, না হলে রক্ষা নেই।

    শুধু ডেটা এন্ট্রি করেই মিলবে অনেক বেতন! এমন টোপ দিয়ে কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয় ইচ্ছুকদের। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে ডেটা এন্ট্রি নয়, সাইবার প্রতারণার কাজ করতে হবে। তারা যাতে কম্বোডিয়া ছাড়তে না পারে, এর জন্য কেড়ে নেয়া হয় পাসপোর্ট-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথি।

    ভারত ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকে মানুষকে কম্বোডিয়াতে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি ভারত সরকারের নজরে আসে বিষয়টি। কিভাবে তাদের দেশে ফেরানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল্লি। কম্বোডিয়া প্রশাসনের সাথে যৌথভাবে সাইবার অপরাধের বিরুদ্ধে শুরু হয় অভিযান।

    এখন পর্যন্ত কম্বোডিয়ায় আটকে পড়া ২৫০ জনকে উদ্ধার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারতীয়দের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এবং অন্য নিরাপত্তা বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে। তারপরই উদ্ধারের কাজে নামে ভারত।

    গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীরর জয়সওয়াল জানান, কম্বোডিয়ায় থাকা ভারতীয়দের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সাহায্যপ্রার্থী সকল ভারতীয়কে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

    কম্বোডিয়া থেকে উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে ছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা স্টিফেন। দেশে ফিরে তিনি তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান সংবাদমাধ্যমে।

    স্টিফেন জানান, বেকার থাকায় বাড়়িতে চাপ বাড়ছিল। তাই কাজের সন্ধান শুরু করেন তিনি। ওই সময় মেঙ্গালুরুতে এক অ্যাজেন্টের সাথে আলাপ হয় তার। সেই অ্যাজেন্ট ডেটা এন্ট্রির কাজের সন্ধান দেন। বলেন, কম্বোডিয়ায় গিয়ে কাজ করতে হবে। রাজি হতেই স্টিফেনকে পর্যটক ভিসায় সে দেশে পাঠানো হয়।

    স্টিফেন বলেন, ‘আমি কোভিডের সময় কম্পিউটারের কোর্স করি। আমাদের তিনজনকে এক সাথে কম্বোডিয়ায় পাঠানো হয়েছিল। আমাদের বলা হয়েছিল, আমরা পর্যটক হিসেবে যাচ্ছি। কম্বোডিয়ায় পৌঁছানোর পরেই আমাদের একটা অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের টাইপিং স্পিড পরীক্ষা করে দেখা হয়। তারপর আমাদের বলা হয় যে চাকরি পেয়েছি।’

    কি কাজ করতে হতো স্টিফেনদের? তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভুয়া প্রোফাইল তৈরি করা হয়। সেই প্রোফাইলে মেয়েদের নাম এবং ছবি ব্যবহার করা হয়েছিল। তারপর বিভিন্ন প্রতারণামূলক কাজ করানো হতো।

    কম্বোডিয়ায় গিয়ে সাইবার ‘ক্রীতদাস’-এ পরিণত হওয়ার ঘটনা নতুন নয়। করোনা পর্বের পরেও এমন প্রতারণার অভিযোগ প্রকাশ্যে এসেছিল। করোনা পর্বে অনেকেই চাকরি হারিয়েছিলেন। বেশি প্রভাব পড়েছিল তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতারকেরা জাল বিস্তার করেছিল। ভারত ছাড়াও চীন, বাংলাদেশের মতো দেশের যুবসমাজই ছিল প্রতারকদের নিশানায়।

    সম্প্রতি প্রতারণার আরো এক ঘটনা সামনে এসেছে। মোটা বেতনের চাকরির প্রলোভন দিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে ভারতীয়দের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগে সরগরম পুরো দেশ। ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সিবিআইও।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি এফআইআর দায়ের করেছে। সেই এফআইআরে একাধিক অ্যাজেন্ট এবং কোম্পানির নাম রয়েছে। তাদের বিরুদ্ধে ‘মানব পাচার’-এর অভিযোগ উঠেছে। সেই একই অভিযোগ উঠল কম্বোডিয়ার ক্ষেত্রেও।
    সূত্র : আনন্দবাজার পত্রিকা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ভারতীয় আন্তর্জাতিক ক্রীতদাস’ চাকরির দিয়ে’ পা ফাঁদে বহু বিদেশে সাইবার হচ্ছে
    Related Posts
    VISA

    আরব আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

    September 24, 2025
    নোবেল

    ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের অযোগ্য মনে করেন ৭৬% আমেরিকান

    September 24, 2025
    ট্রাম্পের নোবেল

    ‘নোবেল চাইলে যুদ্ধ থামান’— ট্রাম্পকে ম্যাক্রোঁর খোঁচা

    September 24, 2025
    সর্বশেষ খবর
    দেশের বাইরে

    ৪০ হাজার টাকার মধ্যে ঘুরে দেশের বাইরে আসতে পারেন এই ৫টি স্থান

    মুকেশ আম্বানি

    বিশ্বের ৫টি সবথেকে দামি জিনিসের মালিক মুকেশ আম্বানি

    টেলর সুইফট

    টেলর সুইফটের বাড়িতে ঢুকেই গ্রেফতার

    Matthew McConaughey Reverses Stance on Children Acting

    Matthew McConaughey Embraces Son Levi’s Hollywood Debut in New Thriller

    Samsung Galaxy S26 Ultra

    Samsung Galaxy S26 Ultra Charging Speed Stuck at 45W, Dashing Hopes for 60W Upgrade

    Cinema Legend Claudia Cardinale Dies at 87

    Cinema Legend Claudia Cardinale Dies at 87

    Alice in Borderland Season 3 release date

    Alice in Borderland Season 3 Release Date and Time Confirmed for Netflix

    Superman Man of Tomorrow villain

    Superman Man of Tomorrow Villain Confirmed by James Gunn in Digital Release Surprise

    DWTS double elimination

    DWTS Double Elimination Shakes Up Competition in One-Hit Wonders Night

    Carrie Ann Inaba Avoids Wardrobe Malfunction on Dancing With the Stars

    Carrie Ann Inaba Returns to Dancing With the Stars After Health Scare

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.