জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করা সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহীন আলমকে গ্রেপ্তার করছে পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় তাকে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহীন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি করা ছাত্রলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহীন ৪ শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ঘটনার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শাহীন। সোমবার রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’
গত ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই অস্ত্র উঁচিয়ে একের পর এক গুলি ছুঁড়ে শাহীন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান শাহীন। ওইদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০০ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীকে আসামি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।