জুমবাংলা ডেস্ক : জুলাই-অগাস্ট আন্দোলনে সরকার পতনের পর থেকে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে যে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে, তা ডিসেম্বরেও অব্যাহত ছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ভারতে ২৩ মাসের মধ্যে গত ডিসেম্বরেই বাংলাদেশের ক্রেডিট কার্ডে লেনদেন ছিল সবচেয়ে কম। দেশের বাইরে গত জুলাইয়ের আগে পর্যন্ত বাংলাদেশি ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি লেনদেন হত ভারতেই। নিম্নমুখী এই প্রবণতার ফলে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের তালিকায় ভারত নেমে গেছে চতুর্থ স্থানে। আগের মাসের মত প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড। তৃতীয় স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।
২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছে ৪৯১ টাকা। আগের মাস নভেম্বরে খরচের পরিমাণ ছিল ৪৩২ কোটি টাকা।
বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাড়লেও ভারতে এ খরচ কমেছে। গত বছরের জুনে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছিল ৯২ কোটি টাকা বা মোট খরচের ১৭.৫৬ শতাংশ। ওই মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেনে ভারতের অবস্থান ছিল প্রথম।
এরপর গত অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছে ৫৩ কোটি টাকা বা মোট লেনদেনের ১০.৭৮ শতাংশ। এই মাসে ভারতে বাংলাদেশিদের অবস্থান নেমে এসেছে তৃতীয়।
সর্বশেষ তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমে দাঁড়িয়েছে ৪০ কোটি টাকা—যা ছিল মোট খরচের ৮.১৩ শতাংশ।
একটি শীর্ষস্থানীয় ব্যাংকের কার্ড বিভাগের প্রধান গণমাধ্যমকে বলেন, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে কার্ডে লেনদেন কমার একটি কারণ হলো ভারতের ভিসা প্রাপ্তিতে চলমান জটিলতা। এই সমস্যা না থাকলে লেনদেনের পরিমাণ আরও বেশি হতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।