Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ থেকে অনলাইনে পণ্য ও সেবা কেনার জন্য এককালীন ৩০০ ডলারের বেশি পেমেন্ট করা যাবে না।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এর কপি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে নামি ও নির্ভরযোগ্য উত্স থেকে পণ্য এবং পরিষেবা (যেমন ডাউনলোডযোগ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ই-বুকস ইত্যাদি) কেনার ক্ষেত্রে, পত্রিকা/ সংবাদপত্রের সাবস্ক্রিপশন ফি এবং অন্যান্য বৈধ পণ্য ও পরিষেবা (নিষিদ্ধ ব্যতীত) কিনতে অনলাইন পেমেন্টের জন্য ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে এককালীন ৩০০ ডলার বা তার বেশি লেনদেন করা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।