জুমবাংলা ডেস্ক : আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে বিদেশ থেকে কোন বাংলাদেশি জঙ্গী হয়ে ফিরতে পারবেনা বলে জানিয়েছেন কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম।
রবিবার সন্ধ্যায়, সহিংস উগ্রবাদ প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান সচেতন থাকলে দেশে নতুন করে জঙ্গি তৈরি রোধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
মনিরুল ইসলাম আরও বলেন, সন্দেহজনক তালিকা করে জল, স্থল ও আকাশ পথে কড়া নজরদারি রয়েছে। এর ফলে বিদেশ থেকে বাংলাদেশে আসার কোন সুযোগ নেই। পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মুল সম্ভব নয় জানিয়ে মনিরুল ইসলাম জানান, একজন দীর্ঘ প্রক্রিয়ার পর হাতে অস্ত্র বা বোমা তুলে নেয়। এই সময় তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করা যায়। পরিবর্তনগুলো খেয়াল করে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।