স্পোর্টস ডেস্ক : ফের আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে চলতি পঞ্চদশ আইপিএলে। গতকাল বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতেই দুর্ভাগ্যের শিকার হয় ধোনির চেন্নাই। তাদের প্রথম উইকেট হারাতে হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের জন্য! চেন্নাই ওপেনার ডেভন কনওয়ে আউট ছিলেন না।
লেগ স্টাম্প ছেড়ে বল বের হয়ে গিয়েছিল। তবু তাকে ড্রেসিংরুমে ফিরতে হয়; কারণ বিদ্যুৎ বিভ্রাট!চেন্নাইয়ের ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে কনওয়ের বিপক্ষে লেগ বিফোরের জোড়ালো আবেদন জানান বোলার ড্যানিয়েল স্যামস। আম্পায়ারও আঙুল তুলে দেন। ব্যাটসম্যান রিভিউ নিতে গেলে শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। তাই ডিআরএস নেওয়া সম্ভব হয়নি। যে কারণে আউট না হওয়া সত্ত্বেও ড্রেসিংরুমে ফিরতে হয় কনওয়েকে। বিষয়টি নিয়ে নন-স্ট্রাইক প্রান্তে থাকা রুতুরাজ গায়কোয়াড় আম্পায়ারদের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। এমনকী মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাও ঝগড়ায় যোগ দেন।
টিভি রিপ্লেতে দেখা যায় যে, স্যামসের বলটি লেগ স্টাম্প ছেড়ে বের হয়ে যাচ্ছিল। এবং ডিআরএস নিতে পারলে কনওয়ে আউট হতেন না। ডিআরএস নাটক এখানেই শেষ হয়নি। পরের ওভারে, রবিন উথাপ্পাকে এলবিডব্লিউ করেন জসপ্রীত বুমরাহ। এবারও আম্পায়ার ক্রিস গ্যাফানি কোনো দ্বিধা ছাড়াই আঙুল তুলে দেন। উথাপ্পাও একটি রিভিউ নিতে চেয়েছিলেন কিন্তু প্রযুক্তি তখনও চালু হয়নি বলে তিনি ডিআরএস নিতে পারেননি। তবে রিপ্লেতে দেখা যায় যে, ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ঠিক ছিল। ইনিংসের ১০ বল পর চালু হয় ডিআরএস।
শোকের ছায়া নেমেছে সালমান খানের পরিবারে, কান্নায় ভেঙে পড়েছেন বোন অর্পিতা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।