স্পোর্টস ডেস্ক : ছুটি কাটিয়ে আগামী ৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। পরদিন থেকে শুরু হবে অনুশীলন। বাফুফে থেকে এরই মধ্যে ৫৫ নারী ফুটবলারকে ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য খুদেবার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ছুটি দেওয়ার আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, বিদ্রোহী ১৮ ফুটবলারসহ সবাইকে ক্যাম্পে ডাকা হবে। সেই ঘোষণামতে সাবিনা-মাসুরাসহ ১৮ বিদ্রোহী ফুটবলারকেও ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।
শুক্রবার সাতক্ষীরায় নিজের বাসা থেকে অন্যতম বিদ্রোহী ফুটবলার মাসুরা পারভীন বলেন, ‘বাফুফে থেকে আমাদেরকে খুদেবার্তায় আগামী ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। আমরা যোগ দিচ্ছি।’
ঈদের পর ভুটানের ঘরোয়া লিগের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাওয়ার কথা রয়েছে মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমার।
ভুটান যাওয়ার বিষয়ে মাসুরা পারভীন বলেন, ‘ক্লাবের সঙ্গে যোগাযোগ আছে। ঈদের পর আমরা যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।