জুমবাংলা ডেস্ক: পাটগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। দল থেকে বহিষ্কৃত ওই নেতা হলেন পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ (নারকেল গাছ)।
আগামী ১৪ ফেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়েছেন পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম সুইট (নৌকা)। কিন্তু তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে কাজী আসাদুজ্জামান আসাদ (নারকেল গাছ) মেয়র প্রার্থী হন। এছাড়াও প্রার্থী বাংলাদেশ জাতীতাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. সুমন মিয়া (হাত পাখা)।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মো. মোতাহার হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে বুধবার (৩ ফেব্রুয়ারি) জানানো হয়, পাটগ্রাম পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মো. রাশেদুল ইসলাম সুইটকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে অংশ্রগ্রহণের জন্য মনোনীত করেন। কিন্তু পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ গত ১৭ জানুয়ারি ২০২১ ইং তারিখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। তাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তিনি তা প্রত্যাহার করেননি। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কাজী আসাদুজ্জামান আসাদ কে বহিষ্কার করা হয়।
পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মতিয়ার রহমান বলেন, দলীয় মেয়র প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



