স্পোর্টস ডেস্ক : ১৩ দফা দাবিতে বাংলাদেশি ক্রিকেটারদের ধর্মঘট সাড়া ফেলে দিয়েছিল ক্রিকেটবিশ্বে। ভারত সফরের আগমুহূর্তে হওয়ায় সব দাবি মেনে নিয়ে সেই ধর্মঘট থামায় বিসিবি। আজ যখন ভারতের মাটিতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ; তখন বিশ্বের অন্যপ্রান্তে অষ্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সাকিবরা যেমন ভারত সফরের আগে ধর্মঘট ডেকেছিল, তেমনি পাকিস্তানের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া সফরের আগে বিদ্রোহ ঘোষণা করে বসেছিল! যদিও পিসিবির হস্তক্ষেপে আপাতত সেই বিদ্রোহ চাপা দেওয়া গেছে। কিন্তু যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে ছাইচাপা আগুন।
পিসিবির কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষেপে আছেন পাকিস্তানি ক্রিকেটাররা। যার মধ্যে অন্যতম হলো, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার জন্য খেলোয়াড়দের এনওসি না দেওয়া। আবুধাবিতে টি-টেন লিগে পাকিস্তানের ১৫ জন খেলোয়াড় ডাক পেয়েছিলেন। কিন্তু পিসিবির অনাপত্তি না জোটায় মাত্র দুজন ক্রিকেটার যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর আগেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৯ জন খেলোয়াড় ডাক পেলেও মাত্র তিনজন যেতে পেরেছিলেন। এতে খুব স্বাভাবিকভাবেই সিংহভাগ ক্রিকেটারদের আয় কমে যাচ্ছে। এসব কারণে গত সপ্তাহে নাকি ইমাদ ওয়াসিম, শোয়েব মালিক ও মোহাম্মদ আমির প্রায় ধর্মঘট ডেকেই বসেছিলেন। পরে পিসিবির অনুরোধে ক্রিকেটাররা আপাতত অস্ট্রেলিয়া সিরিজ খেলতে রাজি হয়েছেন।
জাতীয় দলে সময় দেওয়ার জন্য খেলোয়াড়দের পিএসএলের বাইরে আরেকটি লিগ খেলার অনুমতি দেয় পিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার ক্রিকইনফোকে বলেছেন, ‘যখন আমরা এনওসি চেয়েছিলাম, তখন আমাদের কোনো কোচ বা নির্বাচকও ছিল না। পুরাটাই খুব বাজে। কাউকে চার ম্যাচের জন্য অনাপত্তি দেওয়া হয়েছ, কাউকে দেওয়াই হয়নি। কয়েকজনকে পুরো সময়ের জন্য দিয়েছে। আমরা আর্থিক ক্ষতি কীভাবে কাটাব? ঘরোয়া মৌসুম পুরাটা খেলেও এসব লিগের সমান আয় করা সম্ভব না। আমাদের ভারতের উদাহরণ দেওয়া হয়, বলা হয় ভারতও ক্রিকেটারদের এনওসি দেয় না। কিন্তু ভারতের ক্রিকেটাররা আইপিএলে কোটি কোটি আয় করে। ওদের অন্য লিগ খেলার দরকার হয় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।