জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বিধবা নারীকে মৃত দেখিয়ে তার বিধবা ভাতা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ব্যাংক কর্মকর্তার সতর্কতায় প্রতারক টাকা উঠাতে ব্যর্থ হয়েছেন।
উপজেলার হরষপুর ইউনিয়নের ব্যাংক এশিয়া লিমিটেডের দেওয়ান বাজার এজেন্ট শাখায় এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে মোছা. আমিনা বেগম। এক প্রতারক তার বিধবা ভাতার টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গিয়ে চেয়ারম্যান স্বাক্ষরিত মৃত্যু সনদ ও উপজেলা সমাজ সেবা অফিসার স্বাক্ষরিত প্রত্যয়ন জমা দেয়। কিন্তু ব্যাংক ম্যানেজারের সন্দেহ হয়। তিনি টাকা উত্তোলন করতে দেননি।
ব্যাংকে জমা দেওয়া কাগজে দেখা যায়, হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার রহমান ভূঁইয়া আমিনা বেগমের মৃত্যু সনদ প্রদান করেছেন। একইসঙ্গে তিনি ইউনিয়ন পরিষদের অফিসিয়াল প্যাডে অন্য জনকে বকেয়া ১০ হাজার ৫০০ টাকা ভাতা প্রদানের সুপারিশ করেছেন। এছাড়া চেয়ারম্যান সুপারিশকৃত প্যাডে বিজয়নগর উপজেলা সমাজ সেবা অফিসার মোছা. আফরোজা বেগমেরও স্বাক্ষর দেখা যায়।
ব্যাংক এশিয়ার এজেন্ট মো. নাহিদ খান বলেন, আমার এজেন্ট ব্যাংক থেকে নিয়মিত বিভিন্ন ভাতাভোগীরা টাকা উত্তোলন করেন। তাদের ব্যপারে আমার ধারণা রয়েছে। আমিনা বেগম কয়েক মাস যাবত টাকা উত্তোলন করতে না আসলেও আমি জানি তিনি জীবিত।
তিনি আরও বলেন, তাকে মৃত্যু দেখিয়ে টাকা উত্তোলন করতে আসলে আমার সন্দেহ হয়। আমি টাকা আটকিয়ে খবর নিয়ে দেখি আমেনা বেগম জীবিত আছে। খবর পেয়ে আমেনা বেগম ব্যাংকে এসে উপস্থিত হয়।
আমেনা বেগম বলেন, কে বা কারা আমার মৃত্যুর সনদ বানিয়ে ব্যাংক থেকে আমার বিধবা ভাতা তুলে নিতে চেষ্টা করেছে। খবর পেয়ে আমি ব্যাংকে ছুটে যাই। যারা আমার মিথ্যা মৃত্যুর সনদ তৈরি করেছে ও সনদ তৈরিতে সহযোগিতা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আমেনা বেগমের মৃত্যু সনদে স্বাক্ষরকারী হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার রহমান ভূঁইয়া বলেন, এমন ঘটনা ঘটতে পারে না। আমি খবর নিয়ে দেখছি।
বিজয়নগর উপজেলা সমাজ সেবা অফিসার মোছা. আফরোজা বেগম বলেন, স্থানীয় চেয়ারম্যানের মৃত্যু সনদের আলোকে আমি টাকা উত্তোলনের জন্য সুপারিশ করে থাকি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।