জুমবাংলা ডেস্ক : ডেঙ্গু নিমূল অভিযানের অংশ হিসেবে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগে আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এর আগে গত ২৫ জুলাই ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয় এবং সিএমএইচে চিকিৎসা সহায়তার বিষয়টি উল্লেখ করেছিলেন।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আজ শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় আইএসপিআর।
দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। দেশের প্রায় সব সেনানিবাসে সম্মিলত সামরিক হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে সংশ্লিষ্ট এলাকার রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন বলে আইএসপিআর সূত্রে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।