বিনা অভিজ্ঞতা আকিজ গ্রুপে চাকরি, ধূমপায়ীদের আবেদনের প্রয়োজন নেই

১ লাখ ৯৮ হাজার ৫০০টাকা বেতনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি

জব ডেস্ক: আকিজ গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে শর্ত হচ্ছে চাকরি প্রার্থীকে অধূমপায়ী হতে হবে। প্রতিষ্ঠানটি এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে এক্সিকিউটিভ পদে পুরুষ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাতের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ (এইচআর অ্যান্ড অ্যাডমিন)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: এইচআরএম বা ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিজিডিএইচআরএম থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি ও এইচএসচি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫–এর স্কেলে ৪.৫ এবং এমবিএ পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪-এর স্কেলে ৩.৫ থাকতে হবে। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে এবং এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

১ লাখ ৯৮ হাজার ৫০০টাকা বেতনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি
প্রতীকী ছবি

বয়স: ২০২৩ সালের ৩১ মে ২৫ থেকে সর্বোচ্চ ২৭ বছর।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসিক বেতন ২৮,০০০–৩০,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল ভাতা, দুপুরের খাবারে ভর্তুকি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত ও নিজ হাতে লেখা আবেদনপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

সাক্ষাৎকারের স্থান: আকিজ ওয়্যারহাউস, ১৮৩, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (বলাকার মোড়), তেজগাঁও, ঢাকা।

সাক্ষাৎকারের সময়: ৩ জুন সকাল আটটা থেকে নয়টার মধ্যে।

ভিকারুননিসার শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা