নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামের একটি কারখানা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে কারখানা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ওই কারখানার শ্রমিকরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের খানটেক্স কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
কারখানার নারী শ্রমিক জাহানারা বলেন, ‘বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে বাড়ি যাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি। আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় কারখানায় এসে শুনি কারখানা বন্ধ। আমাদের কোনো কিছু না জানিয়ে, বেতন-ভাতা পরিশোধ না করে একটি নোটিশ টানিয়ে বলছে কারখানা বন্ধ। কারখানা বন্ধ করবে করুক, কিন্তু আমাদের নোটিশে জানাবে, বেতন পরিশোধ করবে, এরপর কারখানা বন্ধ করবে। এসবের কিছু না করেই কারখানা বন্ধ!’
সোনিয়া আক্তার নামে আরেক শ্রমিক বলেন, ‘কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হাদিসুর রহমান আমাদের প্রতিনিয়ত বকাঝকা করেন। পুরুষ শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। গায়ে পর্যন্ত হাত তোলেন। তবু আমরা পেটের দায়ে সবকিছু মেনে নিয়ে কাজ করি। হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক সমস্যা। বেতন পেলে বাসাভাড়া, দোকানের বাকি ও সন্তানদের পড়াশোনার খরচ দিতে হয়। অথচ কারখানা কর্তৃপক্ষ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিছে।’
কারখানার শ্রমিক ইব্রাহিম বলেন, ‘শ্রমিকেরা সব সময় অবহেলার শিকার। ভালোভাবে কাল বাসায় গেলাম। আজ সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিশ। কারখানা কর্তৃপক্ষ বলছে, বেতন পরে দেবে। কী কারণে বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করছে, সে বিষয়ে কোনো কথা বলছে না কারখানা কর্তৃপক্ষ। আমরা বাসাভাড়া কী করে দেব? দোকান বাকির চাপ। পুলিশ এলেও কোনো সমাধান পাচ্ছি না।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. হাদিসুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। বন্ধের সিদ্ধান্ত হঠাৎ করে হওয়ায় শ্রমিকদের জানানো সম্ভব হয়নি। শ্রমিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করব? অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।’
শাহজালাল (রহ.) মাজারে ৪ পুলিশকে আটকে রাখল জনতা, অবশেষে উদ্ধার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।