Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকার ঘোষিত কঠোর লকডাউনে রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিনামূল্যে পরিবহন সেবা চালু করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. ফসিউল আলম।
বৃহস্পতিবার বিকেলে নগরীর আন্দরকিল্লা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। মোট ২২টি অটোরিকশার মাধ্যমে নগরজুড়ে এ সেবা দেওয়া হবে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলা লকডাউনে গণপরিবহন বন্ধ রয়েছে। এ অবস্থায় রোগী নিয়ে যেন কারো দুর্ভোগ পোহাতে না হয় সেই লক্ষ্যে ফসিউল আলম এ উদ্যোগ নিয়েছেন। বিষয়টি মানবিক।
পরিবহন সেবাটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মহানগর যুব লীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।