Advertisement
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে কারণে অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছে মানুষ। বিশেষভাবে অসহায়-দুস্থরা। তবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে সচেতন হবার আহ্বান জানাচ্ছিলেন দেশের ক্রিকেটাররা। এমনকি আর্থিক সহায়তা ও ব্যক্তিগত সহায়তাও করেছে তারা।
সেই ধারাবাহিকতায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, ‘কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করুন। আপনি বিপদে পড়লে আল্লাহর পক্ষ থেকে, কেউ আপনাকে সাহায্য করবে।’
ইতোমধ্যে নিজ জেলা বাগেরহাটের বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় প্রশাসনকে ২০ হাজার ইনফারেড থার্মোমিটার, অসহায়-দুস্থদের ত্রাণও দিয়েছেন রুবেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।