Advertisement
মহামারি করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন স্থবির। এদিকে বিপর্যস্ত ভারতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজারেরও বেশিষ মানুষ করোনায় শনাক্ত হয়েছেন।
ওয়ার্ল্ডো মিটারের তথ্য বলছে, মঙ্গলবার একদিনে ভারতে করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৮৫২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ১০৭ জনের।
এর আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৭৫ হাজার ২২ জনের। ওই দিন মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে এখন পর্যন্ত ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৯২৩ জনের।
ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন। করোনা-বিধ্বস্ত যুক্তরাষ্ট্রেও সংক্রমণে এর চেয়ে বেশি সময় লেগেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।