জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও সাহসিকতার সঙ্গে ছিনতাইকারীকে আটক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিন। জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সেই এএসআইকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রদান করা হয়েছে।
রবিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এএসআই মেসবাহ’র এ পদকপ্রাপ্তির কথা উল্লেখ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) প্রজ্ঞাপনের এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ২০ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন। ওই সময় তিনি এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।
গত ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে গ্রেপ্তার করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিন। আহত এএসআই মো. মেসবাহ উদ্দিনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তখন তাকে দেখতে গিয়েছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।