টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। রোববার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একই সঙ্গে মাঠে নেমেছেন আফগান তারকা মোহাম্মদ নবী এবং তার ছেলে উইকেটরক্ষক ব্যাটার হাসান ইসাখিল।

গত চার বছর ধরে বিভিন্ন ঘরোয়া লিগে বাবা ও ছেলেকে প্রতিপক্ষ হিসেবে দেখা গেলেও, এবারই প্রথম তারা একই দলের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে ছয়টি ম্যাচে তারা একে অপরের বিপক্ষে খেলেছেন, কিন্তু বিপিএলের সৌজন্যে এবার একই ড্রেসিংরুম ও একাদশ ভাগ করে নেওয়ার স্বপ্ন পূরণ হলো এই বাবা-ছেলে জুটির।
সিলেটে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচেই অভিষেক হয় তরুণ হাসান ইসাখিলের। দলের জয় অব্যাহত রাখতে নোয়াখালী একাদশে তিনটি পরিবর্তন এনেছে। মাহিদুল ইসলাম অঙ্কন, বিলাল সামি ও জহির খানের পরিবর্তে দলে ঢুকেছেন হাসান ইসাখিল, আবু জায়েদ চৌধুরি রাহি এবং গতিদানব ইহসানউল্লাহ। অন্যদিকে, ঢাকার একাদশে পেসার তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
মাঠে বাবার অভিজ্ঞতার সাথে ছেলের তারুণ্যের এই লড়াই ক্রিকেট ভক্তদের মাঝে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।
ঢাকা ক্যাপিটালস একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান শরিফি
নোয়াখালী এক্সপ্রেস একাদশ
হাবিবুর রহমান সোহান, হায়দার আলি, মেহেদি হাসান রানা, মোহাম্মদ নবী, হাসান ইসাখিল, হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, জাকের আলি অনিক, আবু জায়েদ চৌধুরি রাহি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


