স্পোর্টস ডেস্ক : বিপিএলের এই আসরে খেলারই কথা ছিল না গেইলের! দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসর শেষ করে বিশ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল তার। সঙ্গে যুক্ত হয় হ্যামস্ট্রিংয়ের চোট। এক সংবাদ সম্মেলনে বিপিএলে খেলা প্রসঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে, ‘বিপিএলে কীভাবে নাম গেল কিছুই জানি না!’ তার এই মন্তব্যের পর তোলপাড় শুরু হয়।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ‘আর্থিক ঝামেলা’র ইঙ্গিত দেন। এরপর উভয় পক্ষের আলোচনায় গেইল রাজী হন বিপিএল খেলতে। তবে শর্ত দেন, তিনি টুর্নামেন্টের শেষের দিকে আসবেন। সেটা মেনেই গেইলকে নিয়ে আসছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সূত্রে জানা গেছে, আগামী ৬ জানুয়ারি বাংলাদেশে আসছেন ‘দ্য ইউনিভার্স বস’। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তিনি খেলবেন রাজশাহী রয়্যালসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ। দুর্দান্ত খেলে যাওয়া চট্টগ্রাম ফাইনালে উঠতে পারলে আরও দুই থেকে তিনটি ম্যাচ খেলতে পারবেন গেইল।
এই কয়েকটি ম্যাচের জন্য ক্যারিবীয় দানবকে দিতে হচ্ছে ১ লক্ষ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮৪ লক্ষ টাকা। গেইল আসলে যে প্রায় দর্শকশূন্য গ্যালারি যে ভরে উঠবে, সেটাই আশা করছেন আয়োজকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।