বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দল গঠনে আগ্রহ প্রকাশ করেছিল মোট ১১টি প্রতিষ্ঠান। যদিও প্রাথমিক যাচাই-বাছাই শেষে বাদ পড়েছে তিনটি প্রতিষ্ঠান। ফলে এবারের বিপিএলে নোয়াখালী ও খুলনা অঞ্চল থেকে কোনো দল না থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ রোববার (২ নভেম্বর) মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইনজীবী মাহিন এম রহমান।
বাছাই পর্বে বাদ পড়া তিন প্রতিষ্ঠান হলো—এসকিউ স্পোর্টস, মাইন্ড ট্রি ও বাংলামার্ক গ্রুপ। এর মধ্যে এসকিউ স্পোর্টসই পূর্বে তিন মৌসুম বিপিএলে অংশ নেওয়া ‘চিটাগং কিংস’-এর মালিক প্রতিষ্ঠান ছিল। তবে আগের আসরগুলোতে খেলোয়াড় ও কর্মকর্তাদের পারিশ্রমিক সংক্রান্ত নানা জটিলতা তৈরি হওয়ায় এবার তাদের আবেদন গ্রহণ করেনি বিসিবি।
ইফতেখার মিঠু জানান, চিটাগং কিংসের এখনো প্রায় ৪৬ লাখ টাকা বকেয়া রয়েছে, যার মধ্যে ঢাকা ও সিলেটের হোটেল বিল অন্তর্ভুক্ত। এছাড়া পেস বোলিং কোচ শন টেইটের ৪৫ লাখ টাকা, শহীদ আফ্রিদি ও কানাডিয়ান মডেল ইয়াসা সাগরের পারিশ্রমিকও পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। এমনকি কয়েকজন খেলোয়াড়ও তাদের পাওনা না পাওয়ার অভিযোগ করেছেন।
এসকিউ স্পোর্টস বাদ পড়ার পর প্রতিষ্ঠানটি বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে। যদিও বিসিবির আপিলের পর আদালত বিষয়টি স্থগিত করে জানায়, শর্ত পূরণ করলে বোর্ড চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিতে পারবে। ফলে এখন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দৌড়ে রয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড।
অন্য দিকে খুলনা টাইগার্সের সাবেক মালিক মাইন্ড ট্রি ও প্রাথমিক যাচাইয়ে বাদ পড়েছে। এর অর্থ, এবারের বিপিএলে খুলনা থেকেও দল না থাকার আশঙ্কা রয়েছে। একই পরিস্থিতি নোয়াখালীরও, কারণ সম্ভাব্য মালিক প্রতিষ্ঠান বাংলামার্ক গ্রুপ ও যাচাই-বাছাইয়ে টেকেনি। তবে বিসিবি চাইলে এই অঞ্চলগুলোর ফ্র্যাঞ্চাইজি অন্য প্রতিষ্ঠানকে দেওয়ার সুযোগ রাখছে।
বিপিএলের আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি আগ্রহী প্রতিষ্ঠানের নথি যাচাই করে মোট তিনটি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত আটটি প্রতিষ্ঠান হলো—
এসএস গ্রুপ (কুমিল্লা)
রিমার্ক হরল্যান (ঢাকা)
বসুন্ধরা গ্রুপ (রংপুর)
নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলস (রাজশাহী)
আকাশবাড়ি হলিডেজ (বরিশাল)
ক্রিকেট উইথ সামি (সিলেট)
ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড (চট্টগ্রাম)
ইফতেখার মিঠু জানান, এই আটটি প্রতিষ্ঠান থেকে চূড়ান্তভাবে ৫ থেকে ৬টি দল বেছে নেওয়া হবে এবং নির্বাচিত ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হবে। প্রয়োজনে কম দল নিয়েও টুর্নামেন্ট আয়োজন করা হবে।
ফিলিস্তিনের পক্ষে মিছিল করা সেই ৩ তরুণীকে নিয়ে আদালতের অবাক করা রায়
বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বলেন, বিপিএলে এবার আমরা কেবল যোগ্য ও সুনামধারী প্রতিষ্ঠানকেই অন্তর্ভুক্ত করব। মানহীন কোনো প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



